‘পাঠাও’ চালক গ্রেফতার!
- ফয়েজ হিমেল
- ২৬ জুন ২০১৮, ০০:০০
রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে র্যাব-৩-এর একটি দল এ অভিযান চালায়। গ্রেফতার চারজন হলেনÑ কক্সবাজারের বাসিন্দা ইফতেখারুল ইসলাম, উত্তরার একটি বাড়ির তত্ত্বাবধায়ক অলি আহমেদ, ওষুধ কোম্পানির ইনফরমেশন অফিসার মোস্তফা কামাল এবং রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ চালক রানা আহম্মেদ ওরফে রাজু। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ছাড়াও ৮টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ওই চারজনের বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব।
সেখানে র্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, গ্রেফতার ইফতেখার উখিয়ার একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মাদক ব্যবসার সঙ্গে জড়িত উখিয়ার স্থানীয় কিছু যুবকের বিলাসবহুল জীবনযাপন দেখে তিনিও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। উত্তরার একটি বাড়ির তত্ত্বাবধায়ক অলি আহম্মেদের বাড়ি উখিয়ার রাজাপালং গ্রামে। নিজে বাড়িটি দেখাশোনার পাশাপাশি কক্সবাজার থেকে নিয়ে আসা ইয়াবা মজুদ রাখতেন তিনি। মোস্তফা কামাল কক্সবাজারের চকরিয়া উপজেলায় শরীফ ফার্মাসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠানে মেডিক্যাল ইনফরমেশন অফিসার। মোটা অঙ্কের টাকার লোভে তিনি ইয়াবা পরিবহনে জড়িয়ে পড়েন। কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার একটি চালান পৌঁছাতে পারলেই তিনি পেতেন ২০ হাজার টাকা। রাজু ‘পাঠাও’ মোটরসাইকেল চালানোর নামে ঢাকায় বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিতেন। রাজু ছাড়াও রাইড শেয়ারিং চালকদের কয়েকজনের বিরুদ্ধেও ইয়াবা পাচারের তথ্য রয়েছে, যা যাচাই করা হচ্ছে। র্যাব কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে ঢাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর যোগসাজশের তথ্য পেয়েছেন তারা। তাদের নামও জানা গেছে। ওই গ্রুপটিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।